ফিলিস্তিন দূতাবাসে আর্থিক সহযোগিতা হস্তান্তর করল দেশবন্ধু বেভারেজ

ফিলিস্তিনিদের সহায়তায় ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছে দেশের জনপ্রিয় বেভারেজ ব্রান্ড দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লি. এর ‘গুরু কর্বোনেটেড ড্রিংক’, ‘ফ্রেন্ডস কোলা’, ‘ফ্রেন্ডস আপ’ ও ‘দেশবন্ধু অরেঞ্জ ড্রিংক’।
বৃহস্পতিবার ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে চেক তুলে দেন দেশবন্ধু গ্রুপ ও বেভারেজের ঊর্ধ্বতন দায়িত্বশীলরা।
চেক হস্তান্তরে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন, প্রশাসন, এইচআর ও কমপ্লায়েন্ট) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন, দেশবন্ধু ফুড এন্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান, জিএম (হিসাব) মো. নাসির উদ্দীন, ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল যুবায়েরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় ‘গুরু কর্বোনেটেড ড্রিংক’, ‘ফ্রেন্ডস কোলা’, ‘ফ্রেন্ডস আপ’, ‘দেশবন্ধু অরেঞ্জ ড্রিংক’র প্রতি পিস বিক্রির আয় থেকে ১ টাকা ৫০ পয়সা ফিলিস্তিনিদের সহায়তায় দান করার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মকর্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার ফলে হাজারো মানুষের জান মালের ক্ষতি হচ্ছে। এ পর্যন্ত ২৬ হাজারেরও বেশি মানুষকে নির্মমভাবে হত্যার পাশা-পাশি লাখ লাখ মানুষ আহত ও বাস্তুহারা হয়েছে, যাদের জরুরী চিকিৎসা সামগ্রী ও খাদ্য পণ্য দরকার। এমন বর্বরোচিত হামলায় আহত ও বাস্তুহারাদের জন্য দেশবন্ধু গ্রুপের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হচ্ছে। এছাড়াও পরবর্তীতে বিক্রিত পণ্যের (গুরু কর্বোনেটেড ড্রিংক, ফ্রেন্ডস কোলা, ফ্রেন্ডস আপ, দেশবন্ধু অরেঞ্জ ড্রিংক) প্রতি পিস এর বিক্রয়লব্ধ অর্থ থেকে ১.৫০ টাকা করে দান করা হবে।
এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘আসুন আমরা সবাই মিলে ফিলিস্তিনের মানুষের জান-মাল রক্ষার্থে এগিয়ে আসি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পূর্বের ন্যায় আপনারা আমাদের পাশে থাকবেন।
(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এসআইএস)

মন্তব্য করুন