নওগাঁয় গাঁজা ও চোলাই মদসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১০
অ- অ+

নওগাঁর বদলগাছী থানার কোলা এলাকা সেনপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে কেজি গাঁজা ৩০ লিটার চোলাই মদসহ মোছাম্মৎ বিজলী আক্তার (২৪) পূর্ণিমা রানি নামে দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১টায় অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিকালে উপজেলার কোলা ইউনিয়নের খামার আক্কেলপুর গ্রামের রাতে সেনপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

জয়ব্রত পাল জানান, তানজীদ হোসেন ওরফে বিজয় (২৫) নামে এক মাদক ব্যবসায়ী আক্কেলপুর গ্রামে তার ভাড়া বাড়িতে বিক্রির উদ্দেশ্যে গাঁজা রেখেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানকালে পলিথিনে মোড়ানো কেজি গাঁজাসহ বিজলী আক্তারকে আটক করা হয়। এসময় বিজলীর স্বামী তানজীদ হোসেন ওরফে বিজয় পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

অপর দিকে দুপুর সাড়ে তিনটার দিকে বদলগাছীর সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ পূর্ণিমা রানি(৪০) নামে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত বিজলী আক্তার নওগাঁ জেলার পত্নীতলা থানার কাদিয়াল পশ্চিমপাড়ার নজরুল ইসলামের মেয়ে এবং বদলগাছী থানার মাসিমপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে তানজীদ হোসেন বিজয়ের স্ত্রী।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
জবিতে বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে গেটলক কর্মসূচি
গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র‍্যাব সদস্যের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা