বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

বৈধভাবে রেমিট্যান্স প্রেরণ করে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে এগিয়ে এলে তারা সম্মানিত হবেন।
শনিবার আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন বিখ্যাত আল-হারামাইন পারফিউম গ্রুপের অফিস পরিদর্শন ও নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান সিআইপি মাহাতাবুর রহমান নাসির, আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, লেবার কাউন্সিলর আব্দুস সালাম, কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, সিআইপি আইয়ুব আলী বাবুল প্রমুখ।
(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/টিআই/এসআইএস)

মন্তব্য করুন