রংপুরের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৩

ঢাকা পর্বের পর ঘরের মাঠে খেলা প্রথম ম্যাচেও হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে অফের দৌড়ে টিকে থাকতে রংপুর রাইডার্সের বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে তাদের। এমন ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে স্বাগতিকরা।

এবারের বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকায় এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের অবস্থান অক্ষুণ্ন রাখতে চায় সাকিবের দল। আর হোম ভেন্যুতে রানের ফোয়ারা ছুটিয়ে বাজিমাতের লক্ষ্য চট্টগ্রামেরও। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

এবারের বিপিএলে জয়ের ট্রেন ছুটেছে রংপুর রাইডার্সের। দুর্দান্ত ছন্দে থাকা দলটা এখন পর্যন্ত খেলা নয় ম্যাচের মাত্র দুটিতে হেরেছে। টানা ছয় ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সাকিব-সোহানরা। চোখের সমস্যায় শুরুতে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে না পারলেও ছন্দে ফিরেছেন মিস্টার সেভেনটি ফাইভ। ব্যাট হাতে ছন্দে আছেন মিরাজ, সোহানরাও। বোলিংয়েও ভালো অবস্থানে নাসুম, লুক উড, নাহিদ রানা, মুকিদুলরা। চোখের সমস্যা থাকলেও সাকিব সেরা পারফরম্যান্স ধরে রাখবেন বলে প্রত্যাশা রাইডার্সের ফরেইন রিক্রুট জিমি নিশামের।

এদিকে মিরপুর কিংবা সিলেটের রানখরা ঘুচছে চট্টগ্রামে। হোম ভেন্যুতে রানের ফোয়ারা ছোটানোর লক্ষ্য চট্টগ্রামের দলটার। তবে ঘরের মাঠেও নিজেদের শেষ ম্যাচটায় জয়ের দেখা পায়নি চ্যালেঞ্জার্স। সেখানে আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি দেখা যাবে দলটার। বেশ কিছুদিন টেবিলের তিনে অবস্থান করলেও নেট রান রেটে এগিয়ে যাওয়ায় টেবিলের তিনে উঠে গেছে ফরচুন বরিশাল। নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয় নিয়ে কিছুটা অস্বস্তিতে দলটা। তবে এখান থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য আল আমিনদের।

রংপুর রাইডার্স একাদশ: ব্রান্ডন কিং, রনি তালুকদার, রেজা হেন্ড্রিকস, সাকিব আল হাসান, শেখ মেহেদী হাসান, জেমশ নিশাম, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ডোয়াইন প্রিটোরিয়াস, শামীম হোসেন, হাসান মাহমুদ ও হাসান মুরাদ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, টম ব্রুস, সৈকত আলী, শুভাগত হোম (অধিনায়ক), রোমারিও শেফার্ড, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, জিয়াউর রহমান, সালাউদ্দিন সাকিল ও বিলাল খান।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :