ডেমরায় সুতার কারখানায় আগুন
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকার ধার্মিকপাড়ায় একটি পাটের সুতা তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ঘণ্টাখানিকের চেষ্টায় ২২০০ বর্গফুট ও ১৮০০ বর্গফুট টিনশেড কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলেও জানিয়েছে ফায়ার সার্বিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/আরআর/এসএম)
মন্তব্য করুন