শেখ হাসিনার ভূমিকায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: সাবের হোসেন চৌধুরী

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫২
অ- অ+

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখি প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই যদি তাকে সহযোগিতা করি তাহলে আসলেই জাতির জনক যে ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখেছেন অর্থাৎ একটি কল্যাণময় বাংলাদেশ, একটি প্রগতিশীল বাংলাদেশ ইনশাআল্লাহ সেই বাংলাদেশ আমরা নিশ্চিত করতে পারবো।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফেনীর দাগনভূঞায় পৈত্রিক বাড়িতে পারিবারিক কবর জিয়ারত করতে এসে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আজকে আমি দাগনভূঞার সন্তান হিসেবে পৈত্রিক নিবাসে এসেছি, কোনো মন্ত্রী হিসেবে নয়। পারিবারিক কবরস্থান জিয়ারত করতে এসেছি। আমি কাউকে না জানিয়ে এসেছি তবুও আপনাদের যে আন্তরিকতায় আমাকে সিক্ত করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ।

এ সময় মন্ত্রীর বাড়ির সামনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করতে আসেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা, দাগনভূঞা পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীর সাবেক মেয়র লিটনের বাড়ি গুঁড়িয়ে দিল জনতা
হরিণাকুণ্ডুতে গুঁড়িয়ে দেওয়া হলো মুজিবের ভাস্কর্য
টেকনাফে অপহৃত ৫ কাঠুরিয়া মুক্তিপণে ফেরত
একঝাঁক উদ্যমী তরুণদের ‘আরবিট ক্রিয়েটিভ হাব’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা