প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৩| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩২
অ- অ+

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের মৌখিক পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলো। লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ২ হাজার ৪৯৭ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (এখানে দেখুন) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (লিংক) ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

এর আগে গত বছরের ২০ ডিসেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়। প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮ জেলার চাকরিপ্রার্থীরা অংশ নেন।

এছাড়া গত ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার চাকরিপ্রার্থীরা অংশ নিয়েছেন। এ পরীক্ষায় তিন বিভাগের মোট ২০ হাজার ৬৪৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১২- স্মৃতির দংশনে হঠাৎ ঢাকায় ফেরা
বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, দূর থেকে আবেদন করার সুযোগ
ফেনী পরিস্থিতির অবনতি, গ্রামের পর গ্রাম প্লাবিত, অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা