মেসি-সুয়ারেজের গোলে সিটিকে উড়িয়ে দিলো ইন্টার মায়ামি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪, ১২:০৪| আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১২:১০
অ- অ+

দুই তারকা ফুটবলার লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি-সুয়ারেজ। অন্য গোলটি এসেছে রবার্ট টেলরের পা থেকে।

শনিবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটায় মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও অরল্যান্ডো সিটি। ম্যাচটিতে ৫-০ গোলে সিটিকে উড়িয়ে দিয়েছে মায়ামি। দলটির হয়ে জোড়া গোল করেছেন মেসি ও সুয়ারেজ। আর অন্য গোলটি এসেছে রবার্ট টেলরের পা থেকে।

ম্যাচের ৪ মিনিটেই টুর্নামেন্টে নিজের প্রথম গোল আদায় করে নেন সুয়ারেজ। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। এরপর নিজের দ্বিতীয় গোলটি আসে ১১ মিনিটে। ম্যাচের ২৯ মিনিটে টেলরের গোলে ব্যবধান হয় ৩-০।

এ দিকে প্রথমার্ধে সুয়ারেজের তাণ্ডব চললেও দ্বিতীয়ার্ধে সরব হন মেসি। ম্যাচের ৫৭ ও ৬২ মিনিটে গোল করেন আর্জেন্টাইন তারকা। তার দ্বিতীয় গোলে সুয়ারেজ অ্যাসিস্ট করেন।

এই জয় দিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মায়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। গত মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিল অরল্যান্ডো। এবারও শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল তাদের। কিন্তু শক্তিশালী এ দলটি মায়ামির সামনে দাঁড়াতেই পারল না।

ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে মেসি বলেন, ‘আমরা যেমনটা চেয়েছি তেমনটা করতে পেরেছি। এই জয় খুব দরকার ছিল। আর সেটি আমরা পেয়ে গেছি। এখানে সুয়ারেজ গোল করতে পেরেছে, আমি তার জন্য খুব খুশি।’

(ঢাকাটাইমস/০৩মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা