রাজধানীজুড়ে রেস্তোরাঁয় পুলিশের ধরপাকড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪, ২২:২৮| আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২৩:৪৫
অ- অ+

অগ্নিনিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে পুলিশ। এ সময় একাধিক অপরাধে ২৮ জনকে আটক করা হয়েছে রবিবার ( মার্চ) ধানমন্ডি, গুলশান, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় ঢাকা মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) . খন্দকার মহিদ উদ্দিন তথ্য নিশ্চিত করেন

খন্দকার মহিদ উদ্দিন রাত ১০টার দিকে ঢাকা টাইমসকে বলেন, পুলিশ রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে অনিয়ম অব্যবস্থাপনা দেখা গেলেই আমরা সতর্ক করছি কিছু জায়গায় আইনগত পদক্ষেপ নিচ্ছি এখন পর্যন্ত রাজধানীজুড়ে ২৮ জনকে আটক করা হয়েছে কেবল ধানমন্ডিতেই ১৫টি রেস্তোরাঁয় অনিয়ম অব্যবস্থপনার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রীন কোজি কটেজে ভয়াবহ আগুনের ঘটনায় প্রাণ হারান ৪৬ জন তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয় আহত ১৩ জনের মধ্যে জনকে ছাড়পত্র দেন চিকিৎসকরা বাকিদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৭ সদস্যের মেডিকেল বোর্ড

আগুনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে ঘটনায় শনিবার ( মার্চ) সন্ধ্যায় কাচ্চি ভাইয়ের ম্যানেজার চায়ের চুমুক রেস্তোরাঁর মালিকসহ চারজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ডে নেওয়া চারজন হলেন- কাচ্চি ভাই রেস্তোরাঁর ব্যবস্থাপক জিসান, চায়ের চুমুক রেস্তোরাঁর মালিক আনোয়ারুল হক, শাকিল আহমেদ রিমন গ্রীন কোজি কটেজের ব্যবস্থাপক হামিদুল হক বিপুল

(ঢাকাটাইমস/০৩মার্চ/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইবাদত বন্দেগীতে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত
রূপগঞ্জে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন, শিশুর মৃত্যু
রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শনিবার
ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে রাষ্ট্র সংস্কার জরুরি: ফয়জুল করীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা