দেশের সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ১১:০৮| আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৩:০০
অ- অ+
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শনকালে আবেগ আপ্লুত হয়ে পড়েন

দেশের সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না। সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে।”

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় মেট্রো স্টেশন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, “ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রোরেল স্বস্তি দিয়েছে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে সেটা নিশ্চিত করা হবে। দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা করা হবে।”

তিনি বলেন, “এ দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে সেটা ব্যর্থ হতে পারে না।”

“যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংস করা কোন ধরনের মানসিকতা” এমন প্রশ্ন করেন শেখ হাসিনা।

তিনি দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করছে সেগুলো ধ্বংসকারীদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এএইচ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইএফআইসি ব্যাংকে ২৩৯ কর্মকর্তার পদোন্নতি প্রদান 
কুষ্টিয়ায় গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা