আজ কোথায় কত সময় শিথিল কারফিউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ১০:৩৪| আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১২:৫১
অ- অ+

সারাদেশে চলমান কারফিউ আজ বৃহস্পতিবারও শিথিল রয়েছে। রাজধানীতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাউফিউ নেই। দেশের অন্যান্য স্থানে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে শিথিল করা হয়েছে কারফিউ।

অপরদিকে, আজ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ৪ ঘণ্টা খোলা থাকবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। ঢাকা নগরবাসী নানা প্রয়োজনে বের হচ্ছেন। কারফিউ শিথিলের সময়ে সীমিত পরিসরে যানবাহনও চলাচল করছে।

এদিকে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা, রাজশাহীতে সকাল ১০ থেকে বিকাল ৫টা, চট্টগ্রামে সকাল ৯টা থেকে বিকাল ৬টা, খুলনায় সকাল ৬টা থেকে রাত ৮টা, বরিশালে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা, কুমিল্লায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা, সিলেটে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা, ময়মনসিংহে সকাল ৮টা থেকে ৬টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় শুক্রবার রাতে কারফিউ জারি করা হয়। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী।

এতে রবিবার থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। ছুটির পর বুধবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি সব অফিস। তবে সকাল ৯টার পরিবর্তে অফিস শুরু হয় বেলা ১১টা থেকে এবং চলে বিকেল ৩টা পর্যন্ত।

এদিকে কারফিউ শিথিল সময়ে মহাসড়কে চলছে দূরপাল্লার যানবাহন। সকাল থেকে রাজধানীতে আসা-যাওয়া করছে পণ্যবাহী ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাস। সড়কে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা