সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক মিজান মালিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪, ১৬:২১
অ- অ+

সৃজনশীল লেখক, কবি ও দৈনিক যুগান্তরের সিটি এডিটর সাংবাদিক মিজান মালিক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন। সোমবার সকালে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

সোমবার সকালে গ্রামের বাড়ি চাঁদপুর থেকে ঢাকায় নিজ অফিসের উদ্দেশ্যে র‌ওনা হন মিজান মালিক। সকাল ৯ টার দিকে দাউদকান্দি ব্রিজে ওঠার সময় তার প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে।

জানা যায়, সাংবাদিক মিজান মালিকের গাড়ির সামনে চলমান একটি ট্রাক কিছু বুঝে ওঠার আগেই হার্ডব্রেক করে। তখন পেছনে তার গাড়ির ব্যবধান ছিল মাত্র দুই ফুট। এ সময় গাড়ির চালক‌ও হঠাৎ ব্রেক করলে সামনে থাকা ট্রাকের পেছনের অংশে ঢুকে যায় মিজান মালিকের গাড়ির কাচসহ সামনের পুরো অংশ।

এ সময় সাংবাদিক মিজান মালিক আহত হন। তার নাক-মুখে মারাত্মক আঘাতে রক্তক্ষরণ হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে গিয়ে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পরে নাক ও মুখের এক্স-রে করতে দেন‌ চিকিৎসক। এ ঘটনায় তার গাড়ির চালকও আহত হয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে মিজান মালিক বলেন, তার কথা বলতে একটু সমস্যা হচ্ছে। বলেন, ‘আল্লাহ তাআলা একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে জীবন রক্ষা করেছেন।’ এ জন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে রবিবার মিজান মালিক তার নিজ এলাকায় পশ্চিম বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এই বিদ্যালয়ে তিনিও পড়েছেন। অনুষ্ঠান শেষে এলাকায় আরও কিছু কাজ সেরে সোমবার সকালে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা