আজ থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

পবিত্র রমজান মাসের জন্য মেট্রোরেলের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী আজ থেকে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে। রোজার শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়ানো হবে।
রবিবার নতুন সময় সূচি ঘোষণা করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম রমজান থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল। রমজানে স্বাভাবিক নিয়মে সকাল থেকে মেট্রো চলাচল শুরু হবে। তবে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ট্রেন ছাড়বে। আর ১৬ রমজান থেকে মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে। মতিঝিল থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে রাত ৯টায় ছাড়বে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। সেই সময় আরও ১০টি মেট্রো ট্রেন চলাচল করবে। এতে সেই সময় দিনে মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। এ সময় যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।
(ঢাকাটাইমস/১২মার্চ/এফএ)

মন্তব্য করুন