বাবা-ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারান আব্দুল্লাহ

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ ও পাওনা টাকা না দেওয়ার দ্বন্দ্বে প্রথমে চায়ের দোকানে হাতাহাতি। পরে সেই ক্ষোভ থেকে ছুরিকাঘাতে আব্দুল্লাহকে হত্যা করার দায় স্বীকার করেছে অভিযুক্ত বাবা-ছেলে।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মূলহোতা শহিদুল ইসলাম শহীদ ও তার ছেলে এছানুল হক প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে পোড়াবাড়ি র্যাব-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলমের পাঠানো প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শহিদ ও তার ছেলে এছানুল হক র্যাবকে জানায়, আব্দুল্লাহর সঙ্গে গ্রেপ্তারকৃতদের জমি-জমার বিরোধ চলছিল, পাওনা টাকা না দেওয়া এবং সর্বশেষ চায়ের দোকানের হাতাহাতির বিষয় নিয়ে প্রচণ্ড ক্রোধ এবং প্রতিশোধ পরায়ণতার সৃষ্টি হয়। ফলে অভিযুক্ত বাবা-ছেলে আব্দুল্লাহকে হত্যার পরিকল্পনাসহ সুযোগ খুঁজতে থাকে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, গত ৯ মার্চ বিকালে বাঁশবাড়ি এলাকায় নিহত আব্দুল্লাহর সঙ্গে ঝগড়া সৃষ্টি করে এবং ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় আব্দুল্লাহকে ডেকে এনে প্রথমে বাবা শহিদুল ইসলাম শহিদ বাম পাশের পাজরে ছুরিকাঘাত করে। এরপর ডান পাশে ঘাতক শহিদুলের ছেলে এছানুল ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেজর জুন্নুরাইন বিন আলম বলেন, বুধবার (১৩ মার্চ) রাতে রাজধানীর দক্ষিণ খান থানার আটিপাড়া এলাকা থেকে আত্মগোপনে থাকা বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোবাইল, নগদ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের পর আসামিদের শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৪মার্চ/এআর)

মন্তব্য করুন