কেন্দুয়ায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবসের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালি শেষে সকাল ৯টায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম।
এ সময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক এনামুল হক পিপিএম, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক ভূঞা ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন