বুবলী-পরীমনি বাকযুদ্ধে কি জড়িয়ে পড়লেন অপু বিশ্বাসও?

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৫:০৩
অ- অ+

দুদিন আগে হঠাৎই সামাজিক মাধ্যমে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন ঢাকাই সিনেমার আলোচিত দুই নায়িকা শবনম ইয়াসমিন বুবলী ও পরীমনি। যদিও কেউ কারও নাম না করেই একে অপরকে তারা খোঁচা দেন ফেসবুক পোস্টে। তবে বর্তমানে দুজনই চুপ। বেশিদূর এগোয়নি তাদের বাকযুদ্ধ।

এবার বুবলী-পরীমনির সেই বাকযুদ্ধের ছাইচাপা আগুনে কি বাতাস দিলেন আরেক আলোচিত নায়িকা অপু বিশ্বাস? তার সদ্য দেওয়া ফেসবুক পোস্ট দেখে এমনটাই বলাবলি করছেন নেটনাগরিকরা। কিন্তু কী এমন লিখেছেন অপু বিশ্বাস।

বৃহস্পতিবার রাতে এই নায়িকা তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি ছবি শেয়ার করেছেন। যেটি তিনি তুলেছিলেন কোনো একসময় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বেড়াতে গিয়ে। ছবির ক্যাপশনে অপু লিখেছেন, ‘উফ কী সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’

অপুর এই পোস্ট দেখে নেটগেরিকদের মন্তব্য, তিনি তার সতীন তথা শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলীকে ইঙ্গিত করেই কিছু বলতে চেয়েছেন। কারণ, গত বুধবার রাতে বুবলী একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে তার আবেগ এবং ভালোবাসার কথাই প্রকাশ করেছিলেন একটি ভিডিওতে।

পরীমনির সঙ্গে বুবলীর বাকযুদ্ধ শুরু এই ভিডিওকে কেন্দ্র করেই। গত বুধবার রাতে ছেলে বীরের জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে ভিডিওটি বুবলী ফেসবুকে পোস্ট করেন। সেটি পরীমনির চোখে পড়তেই তিনি মাঠে নেমে পড়েন। নায়িকা ধরে নেন, তার ভিডিওর ধারণা কপি করেই ভিডিও বানিয়েছেন বুবলী।

প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতে বুবলী তার ছেলে বীরকে নিয়ে আবেগঘন বার্তা দেন। মাসখানেক আগে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য ওরফে পূণ্যর জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ধরনের একটি আবেগঘন ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন পরীমনি।

তাই স্বাভাবিকভাবেই নায়িকার ধারণা, তার সেই ভিডিওর ধারণাই কপি করেছেন বুবলী। তাই তাকে খোঁচা দিয়ে ফেসবুক স্ট্যাটাসে পরীমনি বুধবার রাতেই লেখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’

যদিও পুরো স্ট্যাটাসে কোথাও বুবলীর নাম উল্লেখ করেননি পরীমনি। তবে পরোক্ষভাবে যে বুবলীকেই নিশানা করেন পরীমনি, তা বুঝতে বাকি নেই অনুরাগীদের।

তবে বুবলীও চুপ থাকেননি। পরীমনির সেই খোঁচার জবাব দেন তিনি। পাল্টা পোস্টে বুবলী লেখেন, ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর ধরে অধিকাংশ বিয়েতে ড্রেস, কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে।’

‘পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই।’ বুবলীর মতে, এসবে মিল পাওয়া বিষয়ে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই, শুধু এক ধরনের এই সিন্ডিকেট গ্রুপ ছাড়া।’

ক্ষোভপ্রকাশ করে বুবলী আরও লেখেন, ‘এই ধরনের মানুষকে দেখলে মনে হয় শুধু তারাই মা হয়েছে, আর কেউ নয়। তাদেরই হাসি কান্না আবেগ অনুভূতি আছে আর কারও নেই বা থাকতেও পারে না।’ মূলত পরীমনির স্ট্যাটাসের দিকে ইঙ্গিত করেই নিজের ক্ষোভ প্রকাশ করেন বুবলী, যা স্পষ্টই বোঝা যায়।

বুবলীর এই পোস্টের জবাব দিতে ভোলেননি পরীমনি। কটাক্ষের সুরে নায়িকা আরেকটি পোস্টে লেখেন, ‘হিহিহি একটি শিক্ষিত বকরির গরুর রচনাহ! কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবল তাবল লজিক দিতে থাকে বুঝলাম, কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কী কী সব লিখলো ভাই! পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কী লিখছিল। আমি শিউর।’

যদিও পরীমনির এই পোস্টের জবাব এখনো দেননি বুবলী। হয়তো তিনি চান না, বিষয়টা আর বাড়ুক। তবে অপু বিশ্বাস তার পোস্টে সেই যুদ্ধে আবার উস্কানি দিলেন বলেই ধারণা নেটবাসীর। এবার অপুর এই পোস্টের বিপরীতে বুবলী কোনো পোস্ট দেন কি না, সেটাই দেখার।

(ঢাকাটাইমস/২২মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান
নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের গুলিবর্ষণে ৩ ভারতীয় নিহত
ভারতের যুদ্ধের নাম ‘অপারেশন সিঁদুর’ , পাকিস্তানের ‘নারায়ে তাকবির’, জানুন নামকরণের কারণ
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা