বিড়াল হারিয়ে আসিফের জিডি! বললেন, প্রয়োজনে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৭:৩২
অ- অ+

আদরের বিড়াল হারিয়ে গেছে গায়ক আসিফ আকবরের বাসা থেকে। যার নাম পুম্বা। সেই বিড়ালকে খুঁজে পেতে বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। ফেসবুকে বিড়ালের ছবি দিয়ে সে কথা জানিয়েও দিয়েছেন।

আসিফ ফেসবুকে যা লিখেছেন

‘প্রচুর বৃষ্টিতে ভিজে মরে যাচ্ছিল একটা বিড়ালছানা। ছোট ছেলে রুদ্র ছানাটাকে এনে বাসায় আশ্রয় দেয়, বাচ্চাটা পরে মারা যায় নিওমোনিয়ায়। এটা নিয়ে ছেলের মন খারাপ। পরে বাসার ঝর্ণা বুয়া রেললাইনের পাশ থেকে নিয়ে আসে আরেকটা বাচ্চা, নাম পুম্বা, বয়স চার।’

‘এরপর থেকেই বড় ছেলে রণ’র মাথায় ঢুকে যায় বিপন্ন বিড়ালদের রেসকিউ করার চিন্তা। সে ঘুরে ঘুরে রাস্তাঘাট কিংবা এলিভেটরের চিপাচাপায় আটকে থাকা বিড়ালছানা উদ্ধার করতে থাকে ঝুঁকি নিয়ে। তারপর এগুলাকে ট্রেনিং আর চিকিৎসার পর অন্যের কাছে মাইগ্রেট করে দেয়।’

‘সে কানাডা চলে যাওয়ার পরও ওখান থেকেই উদ্ধারকৃত বিড়ালদের নিয়মিত খবর নেয়। ছেলেদের মানবিক কাজগুলো আমাকেও প্রভাবিত করেছে।’

‘নতুন অ্যাপার্টমেন্টে উঠেছি। দুই দিনের মাথায় চার বছরের পুম্বা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, এখনো লাপাত্তা। দেশি হলেও পুম্বা সাইজে দেশি বিড়ালের মত ছোট নয়। তার স্বাস্থ্য এবং সৌন্দর্য দুটোই দেখার মত। বাধ্য হয়ে আজ রমনা থানায় জিডি করতে হয়েছে।’

‘এখানে প্রায় আড়াইশো ফ্ল্যাট। সব জায়গায় খোঁজা সম্ভব নয়। হয়তো কোনো বাসায় ঢুকে আছে। যিনি পেয়েছেন তিনিও হয়তো মালিক খুঁজছেন। সিসি ক্যামেরার সাহায্য নেয়া হচ্ছে। আশা করি পেয়ে যাবো।

‘কেউ নিজের মনে করে নিয়ে থাকলে দিয়ে দিন। বাসার পরিবেশ খুব গুমোট, পুম্বার জন্য প্রয়োজনে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে। ভালোবাসা অবিরাম।…’

(ঢাকাটাইমস/২২মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের গুলিবর্ষণে ৩ ভারতীয় নিহত
ভারতের যুদ্ধের নাম ‘অপারেশন সিঁদুর’ , পাকিস্তানের ‘নারায়ে তাকবির’, জানুন নামকরণের কারণ
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি জারি
পাকিস্তানের পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত, ব্রিগেড সদর দপ্তর ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা