মালিবাগে নির্মাণাধীন বহুতল ভবনের মাটি ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৪, ২২:৩১
অ- অ+

রাজধানীর মালিবাগ রেলগেইট সংলগ্ন নির্মাণাধীন একটি বহুতল মার্কেটে কাজ করার সময় মাটি ধসে নির্মাণ কাজে ব্যবহৃত মেশিনের নিচে চাপা পড়ে নুর নবী নাঈম (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

রবিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের সদস্যরা চাপা পড়া একজনকে উদ্ধার করে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অপর শ্রমিকরা হলেন, জিয়ারুল, জয়েজ মিস্ত্রি, রাতুল প্রামানিক ও ভেকু মেশিন অপারেটর সাদেকুল। আহতরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

আহত জিয়ারুল জানিয়েছেন, তারা ১০/১২ জন মাটির নিচে ছিলেন। উপরে ছিলেন আরও কয়েক জন।

তিনি বলেন, আমরা ৩০ ফুট নিচ থেকে মেশিনে বালু বোঝাই করে দেই, আর তা মেশিনের মাধ্যমে টেনে উপরে তোলা হয়। হঠাৎ করে মাটি ধসে উপর থেকে ঐ মেশিনটিসহ মাটির নিচে পড়ে যায়। এতে আমরা চাপা পড়ি।

নাঈম কে হাসপাতালে নিয়ে আসা খিলগাঁও ফায়ার স্টেশন লিডার জিয়াউল হক জানান, নির্মাণাধীন ভবনের কাজ করার সময় ভবনের উপরে ইস্পাতের উপর রেখে ক্রেন দ্বারা কাজ করা হচ্ছিল। এক সময়ে মাটি ধসে ক্রেনটিসহ কয়েক জন নিচে পড়ে যায়। এসময় চাপা পড়া একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

এ ছাড়াও বাকি আহতদের তাদের সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

নিহত নুর নবী নাঈম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ইয়াকুবনগর গ্রামের সিএনজি চালক সেলিম রেজার ছেলে। তিনি ক্রেন অপারেটরের হেলপার ছিলেন।

(ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আখাউড়ায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়, পাঁচ ড্রামট্রাক জব্ধ
প্লোক্লেমেশন নয় গণঅভ্যুত্থান নিয়ে ডিক্লারেশন চায় ১২ দলীয় জোট : জামাল হায়দার
বিদেশে পাচারের উদ্দেশে কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৩
শরীয়তপুরে পদ্মা নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা