জামালপুরে মরিচের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৩:৫২ | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৪, ১২:৫৯

যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদী বিধৌত জামালপুর পলি মাটি যেন সোনা ফলায়। মরিচ হলে অঞ্চলের কৃষকদের সোনার ফসল। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং গত বন্যায় জমিতে প্রচুর পরিমাণ পলি মাটি পড়ায় যমুনা-ব্রহ্মপুত্রের চরাঞ্চলগুলোতে মরিচের বাম্পার ফলন হয়েছে।

বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে দেখা গেছে হাসির ঝিলিক।

জেলার পশ্চিম পাশ দিয়ে প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে বয়ে গেছে যমুনা এবং পূর্ব পাশের প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। দুই নদ-নদীর পাড়ের বিস্তীর্ণ চরাঞ্চলগুলো যেন সোনা ফলানোর এক কারখানা। চোখ মেলে তাকালেই বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে চোখে পড়ে মরিচ, ভুট্টা গমসহ নানা ফসলের সমারোহ। চরাঞ্চলের মাটি যে এতো খাঁটি সোনা তা নিজ চোখে না দেখলে উপলব্ধি করা সম্ভব নয়।

জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে জেলার সাত উপজেলায় হাজার ৬০০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। জামালপুরের কৃষক পণ্যের ঐতিহ্যবাহী গুঠাইল হাটে খোঁজ নিয়ে জানা যায়, এখনও শুকনো মরিচ পুরোপুরি নামেনি। তবুও প্রতি মণ মরিচ হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

যমুনার দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের কালির চর গ্রামের কৃষক আব্দুল হাই বলেন, ‘এবার মইচ (মরিচ) ভালাই ফলন হইছে। দরদামও আল্লার রহম ভালাই। এই বছর মরিচে লাভ ভালাই অবো।

কাঁসারি ডোবা গ্রামের খলিলুর রহমান বলেন, ‘এক বিঘা জমিতে ১০ থেকে ১২ মণ মরিচ হয়। প্রতি মণ দশ হাজার টাকা করে হলেও এক লাখ ২০ হাজার টাকা হয়। মরিচ উঠার পর ওই জমিতে পাট বোনা হবে।

কৃষক আনছার আলী বলেন, ‘মরিচ যখন লালে লাল হয় তখন সোনার মতো দামি হয়। আর আমরা সোনা ঘরে তুলে সোনালী আঁশ বুনমু।

ইসলামপুর উপজেলা কৃষি অফিসার . এল. এম রেজুয়ান বলেন, যমুনা-ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের মাটি মরিচ চাষের জন্য অত্যন্ত উপযোগী।

জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা বলেন, স্বল্প সময় স্বল্প খরচে মরিচ একটি লাভজনক ফসল। চরাঞ্চলের মাটিতে বৃষ্টি হলে পানি আটকে না থাকায় এবং বেলে-দোঁয়াশ মাটি মরিচ চাষের জন্য অত্যন্ত উপযোগী। তাই মরিচ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

হরিরামপুর উপজেলা নির্বাচন: সম্পদে ছাত্রলীগ নেতা, মামলায় এগিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা

তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেওয়ায় স্বামী জেলহাজতে

সরাইলে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গজারিয়া নিখোঁজের দুই দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার 

কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদে উপনির্বাচন  সম্পন্ন

গজারিয়ায় ডাকাত রাসেল গ্রেপ্তার 

রাষ্ট্রের সকল জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে: আমু 

অসুস্থ বাবাকে দেখতে চাওয়ায় স্ত্রীকে খুন করলো স্বামী

সিরাজদিখানে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ৬ শিক্ষার্থী 

পটুয়াখালীতে খালে ভেসে এলো অচেনা বস্তু, ধারণা ‘টর্পেডো’

এই বিভাগের সব খবর

শিরোনাম :