পুলিশ সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করলেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস:
| আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৮:১৩ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৪, ১৭:০৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত সদস্যদের সঙ্গে ঈদের কুশলাদি বিনিময় করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

বৃহস্পতিবার রাজারবাগে ঈদের নামাজ শেষে মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বা পিওএম'তে যান তিনি। সেখানে পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন এবং ডাইনিং পরিদর্শন ও তাদের সঙ্গে খাবার খান।

এসময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক-র্নিদেশনামূলক বক্তব্য দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (অপারেশন) ড. মহিদ উদ্দিন।

এর আগে ডিএমপি কমিশনার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করেন। এরপর তিনি গণভবনে ঈদ শুভেচ্ছায় অংশ নেন। পরে হৃদরোগ ইন্সটিটিউটে সাধারণ রোগীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

ঢাকাটাইমস/১১এপ্রিল/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :