দাবদাহের মধ্যে বৈশাখের প্রথম ঝড়ে সিক্ত রাজধানী

বৈশাখের শুরুতেই দাবদাহে পুড়ছে দেশ। তাপপ্রবাহ বইছে দেশজুড়ে। মঙ্গলবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশের ঘরে। রাজধানীও পুড়ছে তীব্র গরমে। এরই মধ্যে বৈশাখের প্রথম কালবৈশাখীর দেখা পেল ঢাকা ও পাশ্র্ববর্তী এলাকা। তবে দেশের অন্য কোথাও কালবৈশাখীর দেখা পাওয়া যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘বৈশাখ মাসের প্রথম কালবৈশাখী হয়েছে ঢাকা এবং ঢাকার আশপাশের এলাকায়। তবে দেশের আর কোথাও ঝড় হচ্ছে না।’
এই আবহাওয়াবিদ বলেন, ‘আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজধানী ঢাকায় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।’
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/টিএ/কেএম)

মন্তব্য করুন