৪৮ বসন্তে ব্যবসায়ী-অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৪
অ- অ+

অভিনেতা, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিলের জন্মদিন আজ বুধবার। ১৯৭৭ সালের ১৭ এপ্রিল তার জন্ম হয়েছিল মুন্সিগঞ্জে। কত হলো জনপ্রিয় এ ব্যবসায়ী তারকার বয়স? হিসাব বলছে, ৪৭ বসন্ত পূর্ণ করে ৪৮ বছরে পা দিয়েছেন অনন্ত জলিল।

এই অভিনেতা-প্রযোজকের পুরো নাম এম.এ. জলিল অনন্ত। রেডিও ফুর্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্ত জানিয়েছিলেন, তিনি এবং তার বড় ভাই মুন্সীগঞ্জে বাবার কাছে বড় হয়েছেন। পাঁচ বছর বয়সে তার মা মারা যান।

পড়াশোনার দিক থেকে অনন্ত জলিল ও লেভেল এবং এ লেভেল করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিংয়ে পড়েছেন। এরপর ১৯৯৯ সালে একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন।

অনন্ত জলিলের চলচ্চিত্র যাত্রা শুরু ২০১০ সালে ‘খোঁজ-দ্যা সার্চ’ সিনেমাটির মাধ্যমে। এরপর ক্রমান্বয়ে তার অভিনীত ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম ২’, ‘দিন: দ্য ডে’ এবং ‘কিল হিম’ সিনেমাগুলো মুক্তি পায়।

এর মধ্যে শুধু ‘কিল হিম’এ অন্যের প্রযোজনায় অভিনয় করেছেন অনন্ত জলিল। বাকি সবগুলো সিনেমা তার প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্মস-এর ব্যানারে নির্মিত। বলা বাহুল্য, সবগুলো সিনেমাতেই অনন্ত জলিলের বিপরীতে নায়িকা ছিলেন তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা।

অভিনয় ও ব্যবসায়ের পাশাপাশি অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডেও জড়িত। তারই অংশ হিসেবে তিনি তিনটি এতিমখানা নির্মাণ করেছেন। মিরপুর ১০, বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। এছাড়া সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে সাড়ে ২৮ বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজও শুরু করেছেন।

অনন্ত জলিল ঢাকার হেমায়েতপুরে অবস্থিত বায়তুস শাহ জামে মসজিদের নির্মাণকাজেও অবদান রাখেন। এর বাইরে করোনা ভাইরাসের কারণে মানুষ যখন ঘরবন্দি ছিল, কর্মহীন হয়ে পড়েছিল, চলচ্চিত্র সংশ্লিষ্ট এমন বহু মানুষকে তিনি আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছেন। সহায়তা দিয়েছেন বন্যার্তদেরও।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গফরগাঁওয়ে কম্বল বিতরণ
রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে একসঙ্গে নিয়োগ-এমপিওভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা