আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪, ১৭:২৪

ইতালিয়ান সিরি ‘আ’তে দেশটির দুই ঐতিহ্যবাহী ক্লাব ইন্টার মিলান এবং এসি মিলানের মধ্যেকার মিলান ডার্বি সমর্থকদের কাছে সবচেয়ে প্রত্যাশিত এক লড়াই। ইতালির বিখ্যাত মিলান শহরটা আগে থেকেই ফুটবল, শিল্পম সাহিত্যের পূজারি। মিলান ডার্বির রাতে সেখানে আরও বাড়তি রঙ ছড়ায়। শহর ভাগ হয়ে যায় দুই ভাগে। কেউ রোজোনেরি তো কেউ নেরাজ্জুরি। রোজোনেরি মানে লাল-কালো, অর্থাৎ এসি মিলানের সমর্থক। আর নেরাজ্জুরি মানে নীল-কালো বা ইন্টার মিলানের সমর্থক। দীর্ঘদিনের সেই দ্বৈরথের আজ আরও এক ম্যাচ।

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি। যেখানে এসি মিলানকে হারাতে পারলে শিরোপা নিশ্চিত হবে ইন্টার মিলানের। সোমবার (২২ এপ্রিল) সানসিরোয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

ইতালিয়ান সিরি’আ-তে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান ঠিক তার পরের স্থানে। টেবিলের পাশাপাশি অবস্থান শুনে মনে হতে পারেই পারে লিগ শিরোপায় প্রতিদ্বন্দ্বিতা করছে দল দুটি। তবে বাস্তবতা হলো লিগের শেষ ভাগে এসেও দাপট একমাত্র ইন্টারের। ৩২ রাউন্ড শেষে নেরাজ্জুরিরা এগিয়ে ১৪ পয়েন্টে। যে কারণে আজকের ম্যাচে রোজোনারিদের বিপক্ষে জিতলেই শিরোপা উল্লাস করবে ইন্টার।

লিগ শিরোপায় পিছিয়ে গেলেও মর্যাদার লড়াইয়ে ছাড় দেবে না এসি মিলান, সেটি তো বলাই যায়। যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ দেখায় শতভাগ হতাশ হয়েছে এসি মিলান। পাঁচ পরাজয়ের ম্যাচে সবচেয়ে বাজে দিক হচ্ছে চারবারই ইন্টারের জালে বল পাঠাতে পারেনি স্টেফানো পিওলির শিষ্যরা। এক গোলের বিপরীতে দলটি গোল হজম করেছে ১২টি। যে কারণে এই ম্যাচেও ফেভারিট তকমা থাকছে ইন্টারের নামের পাশে।

এর আগে জুভেন্টাসের এক দশকের আধিপত্যের অবসান ঘটিয়েছিল ইন্টার মিলান। এরপর একবার শিরোপা গিয়েছে এসি মিলানে। মাঝে নাপোলির ঘরে গিয়েছে গত আসরের লিগ শিরোপা। সোমবার রাতে আবার ইন্টারের সামনে সুযোগ আছে সেই শিরোপা পুনরুদ্ধারের। সিরি-আ লিগে ইন্টার মিলান ও এসি মিলান উভয়ই সমান ১৯টি করে লিগ শিরোপা জিতেছে। আজ ২০তম লিগ শিরোপা জয়ের হাতছানি ইন্টারের সামনে।

চলতি লিগে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইন্টার। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান ৬৯ পয়েন্ট। আজ রাতে জিতলে ৩৩ ম্যাচে ৮৬ পয়েন্ট হয়ে যাবে ইন্টারের। তখন এসি মিলানকে ১৭ পয়েন্টে পেছনে ফেলবে নেরাজ্জুরিরা। শেষে পাঁচ ম্যাচে ইন্টারকে পেছনে ফেলা সম্ভব হবে না এসি মিলানের জন্য।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :