ফরিদপুরে নৌ পুলিশের  অভিযানে কারেন্ট জাল জব্দ, গ্রেপ্তার ২

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ২৩:৪১| আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২৩:৫২
অ- অ+

ফরিদপুর সদর উপজেলা নর্থ চ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর পাড়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে লাখ টাকার চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করেছে ফরিদপুরের কোতোয়ালি নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় দুই জনকে আটক করা হয়।

বুধবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার নর্থ চানেল ইউনিয়নের আলেক খা ডাঙ্গির দুলাল মৃধার বাড়িতে অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-নর্থচ্যানেল ইউনিয়নের মো. মোহর মৃধার ছেলে দুলাল মৃধা (৫০) ও তার ছেলে শিপন মৃধা।

ফরিদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল চ্যানেল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে প্রায় লক্ষ টাকার চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। (ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা