শায়েস্তাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ২ শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪, ২২:৪৮
অ- অ+

শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়ণে বেড়াতে এসে খোয়াই নদীতে গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে মো. শাহিদ মিয়া (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ রয়েছে অপর শিশু জুনাঈদ মিয়া (১০)। এ রিপোর্টে লেখা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। শিশু দুটি হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে।

শনিবার দুপুর আড়াইটার দিকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তারা।

শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, তিনি তার ২ ছেলেকে নিয়ে গতকাল বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে ২ শিশু তাদের খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে যায়। এর পরে খালাতো ভাই বাড়িতে এসে জানায় যে তারা ২ জন নদীতে তলিয়ে গেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। কিন্তু হবিগঞ্জ জেলার ডুবুরি অসুস্থ থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। সিলেট থেকে ডুবুরি আসলে উদ্ধার কাজ শুরু করবেন।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
জবিতে বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে গেটলক কর্মসূচি
গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র‍্যাব সদস্যের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা