রাজধানীর বনানীর সেই দুর্ঘটনায় রাতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১০:৪০ | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, ১০:২৯

রাজধানীর বনানীতে একটি মোটরসাইকেলে পেছনে থেকে সজোরে ধাক্কা দেয় চলন্ত বাস। এতে মোটরসাইকেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে বাসে আগুন লেগে যায়।

শনিবার বিকালের এই দুর্ঘটনায় মোটরসাইকেল থাকা গুরুতর আহত একজন মারা গেছেন। তার নাম মুস্তফা কামাল। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। শনিবার রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে বাসের চাপায় আহত আরেকজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।

শনিবার বিকালে বনানী ফ্লাইওভার থেকে দ্রুতগতিতে বাসটি নামছিল। এসময় নেভী সদরদপ্তরের সামনে ইউটার্ন নিচ্ছিল মোটরসাইকেলটি। কিন্তু দ্রুতগতির বাসটি পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চাকার নিচে চলে যায়। ঘাতক বাস সেটিকে বহুদূর টেনে নিয়ে যায়। পরে মোটরসাইকেল বাসের নিচে ঢুকে যায়। এসময় মোটরসাইকেলের ট্যাংক ফেটে বিস্ফোরিত হয়ে পুরো বাসে আগুন ধরে যায়। এতে বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বাসটি মহাখালী বাস টার্মিনালে যাচ্ছিল।

জানা গেছে, নিহত মুস্তফা কামাল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হাসনাবাদ শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের একটি এবং নৌবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, “এই দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ব্যাংক কর্মকর্তা মুস্তফা কামালের মৃত্যু হয়।”

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিশ্বে প্রতিযোগিতা করার মতো শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ঈদুল আজহার সরকারি ছুটি কতদিন মিলবে

ঢাকার বাতাসে উচ্চমাত্রায় ক্যানসারের উপাদান

দলের ওপর নির্ভর করে বাংলাদেশ-ভারত সম্পর্ক নয়: পরিবেশমন্ত্রী

আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল 

যুগোপযোগী ও কর্মদক্ষ যুবসমাজ স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত: স্থানীয় সরকার মন্ত্রী

কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণে ফসল উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে: সিমিন হোসেন

রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি: রেলমন্ত্রী 

দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর

১০ জুন থেকে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন

এই বিভাগের সব খবর

শিরোনাম :