বনানীর সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ মে ২০২৪, ১৫:০৩ | প্রকাশিত : ০৪ মে ২০২৪, ১৪:৫৫

অবশেষে রাজধানীর বনানীর সড়ক ছেড়েছেন নেপারেল গার্মেন্টস লিমিটেডের ক্ষুব্ধ শ্রমিকরা শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া অবরোধ চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেয় পরবর্তীতে মালিকপক্ষ, বিজিএমইএ, কল-কারখানা অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বসে শ্রমিকদের বেতন বকেয়া বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয় অবরোধের কারণে মহাখালী থেকে বিমানবন্দর সড়ক অলি-গলিতে যানজটের সৃষ্টি হয়

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, নেপারেল গার্মেন্টস লিমিটেড নামে একটি কারখানা বন্ধের প্রতিবাদ করছেন শ্রমিকরা তারা সকাল সাড়ে ৮টা থেকে সৈনিক ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন তাদের অনেক বোঝানোর পর তারা সড়ক থেকে সরে যান আমরা মালিকপক্ষকে ডেকেছি বিজিএমইএ সহ বিভিন্ন সংগঠন বসে শ্রমিকদের সমস্যার সমাধানের প্রস্তুতি চলছে

এর আগে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অবরোধস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়

বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে

(ঢাকাটাইমস/০৪মে/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :