কুবি উপাচার্য-কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২৪, ১৯:৩০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা।

বুধবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, 'উপাচার্য শিক্ষকদের ওপর যে সন্ত্রাসী হামলা করেছেন তার প্রেক্ষাপটে আমাদের একদফা কর্মসূচি চলমান আছে। আর তিনি এখনো বিশ্ববিদ্যালয় বন্ধ করে ঢাকায় বিভিন্ন দপ্তরে শিক্ষকদের নামে বিভিন্ন মিথ্যা তথ্য পরিবেশন করছেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু তিনি আসলে নৈতিকভাবে এতোটাই বিকারগ্রস্ত যে শিক্ষকদের গায়ে হাত দিয়ে এই ক্যাম্পাসে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন এটা বোঝার সক্ষমতাও তিনি হারিয়ে ফেলেছেন। তিনি সময়ক্ষেপণ না করে অচিরেই পদত্যাগ করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের জীবন নিয়ে তিনি আর ছিনিমিনি খেলবেন না এটাই আমাদের প্রত্যাশা। আমরা অতিদ্রুত ক্লাসে ফিরে যেতে চাই।'

উল্লেখ্য, কুবি শিক্ষক সমিতি উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে প্রথমবারের মতো গত সোমবার (৬মে) ও মঙ্গলবার (৭মে) দ্বিতীয়বার অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।

(ঢাকা টাইমস/০৮মে/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বিবিএ পড়াকালেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে ভর্তির সুযোগ পাবেন ঢাবি শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে নজরুল জয়ন্তী

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার বিকল্প নেই : হাবিপ্রবি উপাচার্য

ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জীবনের শেষ একাডেমিক পরীক্ষায় তৃতীয় জবির সেই অবন্তিকা

স্বপ্নিলকে স্থায়ী বহিষ্কারের দাবিতে কুবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

‘মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে বাংলাদেশ বলীয়ান’

প্রাথমিক শিক্ষায় বড় অর্জন, ২৯ শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক

বেরোবিতে মাদক সেবন অবস্থায় ৪ শিক্ষার্থী আটক 

শীর্ষ ৮ পদে পরিবর্তন আনছে চবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :