বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতেই বিএনপির জন্ম: নানক 

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২২ মে ২০২৪, ১৭:২০
অ- অ+

বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতেই বিএনপির জন্ম হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বুধবার দুপুরে দিনাজপুর সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, তারা দেশকে অন্ধকূপে তলিয়ে দিতে চায়। গণতন্ত্রকে হত্যা করে আবারও পাকিস্তানি রাষ্ট্র কায়েম করতে চায়। এজন্য বাংলাদেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

এসময় দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম , দিনাজপুর- ১ আসনের সংসদ সদস্য জাকারিয়া জাকা, সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম-সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল, সদ্য নির্বাচিত রীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু হোসাই বিপুসহ দিনাজপুর জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাট চাষি, মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা