হজ পালনে সৌদি আরব গেছেন ৩৯ হাজার বাংলাদেশি, আরও এক হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ মে ২০২৪, ০৮:৫২ | প্রকাশিত : ২৪ মে ২০২৪, ০৮:৫০

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার বাংলাদেশি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবে গিয়ে আরও একজন হজযাত্রী মারা গেছেন। তার নাম মোহাম্মদ মুরতাজুর রহমান (৬৩), পাসপোর্ট নম্বর এ১৩১৩১৭৯৩। এ পর্যন্ত সৌদি আরবে মোট পাঁচজন হজযাত্রী/হাজী মারা গেছেন, যাদের সবাই পুরুষ। পাঁচজনের মধ্যে মক্কায় তিনজন ও মদিনায় দুইজন মারা গেছেন।

বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত সর্বমোট ৩৮ হাজার ৯৯০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী তিন হাজার সাতশ ৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৫ হাজার ২৪৩ জন।

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৯৮টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি, সৌদি এয়ারলাইন্সের ৩২টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি।

বুলেটিন থেকে জানা গেছে, হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৪ হাজার ৫৪৫টি। সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯ শতাংশ ইস্যু হয়েছে।

এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৪মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাংলাদেশে সাগরের পানি বৃদ্ধির হার বিশ্বের অন্যতম 

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভকামনা, বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় কাল

ঈদ জামাতে প্রস্তুত জাতীয় ঈদগাহ, অংশ নেবেন রাষ্ট্রপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা

ঈদের দিন কোথায় কোথায় বৃষ্টি হবে, যা জানালো আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মো‌দির

ঈদের আগে শেষ সময়ে পদ্মা সেতুতে ভিড়, ২৪ ঘণ্টায় ৩৮ হাজার যান পারাপার

ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

ঈদে যেকোনো নাশকতা মোকাবিলায় র‌্যাব প্রস্তুত: মহাপরিচালক

রাজধানীসহ দেশের কোথায় কখন ঈদ জামাত

বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলার সক্ষমতা আছে: সেনাপ্রধান

এই বিভাগের সব খবর

শিরোনাম :