লন্ডনে মেয়র মঈন কাদরীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান

ইংল্যান্ডের বার্কিং অ্যান্ড ডেগেনহাম পৌরসভার নতুন নগর পিতা মঈন কাদেরীকে মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইউকে সুশীল সমাজের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
সংগঠনের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম বেপারী সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সোহরাবের পরিচালনায় বিশেষ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে আলোচনা সভায় অংশগ্রহণ করেন- কাউন্সিলর গিয়াস উদ্দিন আহমেদ, একাউন্টটেন্ট রাব্বির হাসান, সামাজিক ব্যক্তিত্ব শেখ মোতাহার হোসেন, হালিম আব্দুল, রফিকুল ইসলাম আলম, বাবুল ইসলাম মিল্লাত, কিটন শিকদার, ফয়জুর রহমান, মুর্শিদ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, কাজী জুয়েল, আবেদীন জয়, মাতিন মিয়া, আকরাম হোসেন খান, জসিম উদ্দিন, মনিরুল ইসলাম, মুরাদ হোসাইন, জাকির হোসাইন, ডালিয়া লাকুড়িয়া, শফিক আহমেদ, অ্যাডভোকেড জানে আলম, খন্দকার এল কবির, সাজাহান চৌধুরী ও চমক চৌধুরী সহ আরও অনেকে।
অনুষ্ঠানে মানপত্র পাঠ ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রিপন উদ্দিনসহ প্রমুখ।
(ঢাকা টাইমস/১৬জুন/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন