ইতালিতে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী পালিত

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ১৩:১২| আপডেট : ০৪ জুন ২০২৪, ১৪:১৫
অ- অ+

ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

ইতালি বিএনপির পালমা কাম্পানিয়া, সান জেন্নারো ও সান সোজেফ শাখার উদ্যোগে গত ৩০ মে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নেতৃবৃন্দ জিয়াউর রহমানের জীবনাদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর হোসেন। মাজহারুল হক জয়ের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল বারেক, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মামুন আলম মাহবুব।

আলোচনায় বক্তারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন।

তারা বলেন, জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়। খালেদা জিয়াকে জেল হাজতে পাঠায়, তারেক রহমানকে দেশের বাইরে রেখেছে এবং জিয়ার আদর্শের নেতাকর্মীকে গুম-হত্যার মাধ্যমে দেশে ষড়যন্ত্রের ধারা অব্যাহত রেখেছে বর্তমান সরকার।

আলোচনায় নেতৃবৃন্দ আরও বলেন, দেশ বর্তমানে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। গুম, খুন, ধর্ষণ আর নিপীড়নের রাজ্যে মানুষের বসবাস। এ দেশকে রক্ষা করতে, দেশের মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনতে তারেক রহমানকে ছাড়া কোনো বিকল্প নেই।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, ফারুক লাগারী, খায়রুল হাসান বেনু, লিটন, আব্দুল খালেক, সোহেল বেপারী, শাহাদাত, আলম মৃধা, জিল্লুর রহমানসহ আরও অনেকে।

আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

ঢাকাটাইমস/০৪জুন/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
আজ  মহান মে দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা