র‌্যাবের ডিজি পদ থেকে বিদায় নিলেন খুরশীদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২৪, ১১:০৩| আপডেট : ০৫ জুন ২০২৪, ১১:১৯
অ- অ+

র‌্যাবের মহাপরিচালকের (ডিজি) পদ থেকে বিদায় নিলেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

বুধবার সকালে তিনি নবাগত ডিজি ব্যারিস্টার হারুন অর রশিদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে সোমবার পুলিশ সদরদপ্তরে এম খুরশীদ হোসেনকে বিদায় সংবর্ধনা দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

৫ জুন থেকে খুরশীদ হোসেনের অবসর কার্যকর হবে। গতবছরের ২৩ মে চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল এম খুরশীদ হোসেনের। তবে সরকার তার চাকরির মেয়াদ একবছর বাড়ায়। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাব ডিজি হন খুরশীদ হোসেন। সেসময় তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি ছিলেন। এই পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।

গত ২৯ মে সরকারি চাকরি থেকে খুরশীদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তার জায়গায় নতুন দায়িত্ব পান ব্যারিস্টার হারুন অর রশিদ।

(ঢাকাটাইমস/০৫জুন/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গেজেট পাওয়ার পর আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি
যৌতুকের মিথ্যা মামলা: ফেঁসে গেলেন অভিযোগকারী নারী
রোম্যান্টিক সিন করতে গিয়ে আমার মাড়ি কেটে যায়: ঈশানী
নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা