রাজধানীতে গাড়ির চাপায় দুই ব্যক্তি নিহত, পুলিশ বলছে ভবঘুরে

ঢাকায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার দিনগত রাতে এবং বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ী ও পল্টন এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
তবে নিহত কারোরই নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। তারা বলছে, দুজনই ভবঘুরে হতে পারে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ বলেন, ‘বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটার দিকে একটি ট্রাক পল্টন মোড়ে রাস্তার ডিভাইডারের ওপর উঠে যায়। সেখানে ভবঘুরে প্রকৃতির এক লোক ঘুমিয়ে ছিলেন। তিনি চাপা পড়ে মারা যান।
এসআই জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সকাল ৬ টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং চালক মহসিনকে আটক করা হয়েছে।’
অন্যদিকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানান, বুধবার দিনগত রাত সোয়া ১টার দিকে জনপথ মোড় ফ্লাইওভারের ওপরে অজ্ঞাত গাড়ির চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
এসআই বলেন, ‘নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। দেখে পাগল ভবঘুরে প্রকৃতির মনে হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
(ঢাকাটাইমস/২০জুন/এজে)

মন্তব্য করুন