সোনারগাঁয়ে নিখোঁজের ৪৫ দিন পর দুই ভাই উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৪, ১৬:৫৬| আপডেট : ২০ জুন ২০২৪, ১৭:৩৮
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাফি ও রাফাতকে নিখোঁজের ৪৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। সম্পর্কে তারা আপন দুই ভাই।

সোনারগাঁ থানার পুলিশের এসআই মো. ইমরান হোসেন জানান, গত ৫ মে সকাল সাড়ে ৮টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফি ও রাফাত স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে পরদিন তাদের সৎ বাবা মো. ইউসুফ মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি করেন।

এদিকে পুলিশ তদন্তে মাঠে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নিখোঁজ দুই ভাই তাদের বাবা আব্দুস সালামের বাড়িতে অবস্থান করছে। পরে এসআই মো. ইমরান হোসেনের নেতৃত্বে গত বুধবার দিবাগত রাতে চট্টগ্রামের ভূজপুর থানার পাহাড়ি এলাকা বুহাপুর গ্রাম থেকে দুই ভাইকে উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে আসেন।

বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত রাফি ও রাফাতকে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে আদালতে পাঠিয়ে দেয় পুলিশ।

উল্লেখ্য, গত ১৪ মে 'নিখোঁজ দুই সন্তানকে ফিরে পেতে মা-বাবার আহাজারি' শীর্ষক একটি প্রতিবেদন দেশ টিভি নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের পর নিখোঁজ রাফি ও রাফাতের ছবি প্রেরণ করা হয় দেশের সকল থানায়।

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের 'খ' সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, রাফি তিন বছর ও তার ভাই রাফাতের এক বছর বয়সের সময় তাদের মা আঁখি আক্তারের সঙ্গে বাবা আব্দুস সালামের ডিভোর্স হয়ে যায়। পরে আঁখি আক্তারের সঙ্গে মো. ইউসুফ মিয়ার (সৎ বাবা) বিয়ে হয়। এদিকে পারিবারিক অভাব-অনটনের কারণে সৎ বাবার ঘর থেকে পালিয়ে যায় তারা। পরে চট্টগ্রামে বাবা আব্দুস সালামের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় নিখোঁজ দুই ভাই।

তবে তদন্ত চলাকালীন সময়ে এ বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেয়নি রাফি ও রাফাতের মা আঁখি আক্তার ও সৎ বাবা মো. ইউসুফ মিয়া।

(ঢাকা টাইমস/২০জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা