কুলাউড়ায় আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে বৃদ্ধার মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে রাবেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার অসুস্থ হয়ে তিনি মারা যান।
প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন স্কুল অ্যান্ড কলেজে আশ্রিত মোছাম্মত রাবেয়া বেগম বৃহস্পতিবার হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রাবেয়া বেগম কাদিপুর ইউনিয়নের রফিনগর গ্রামের মরহুম মিয়ার মেয়ে।
এ বিষয়ে কুলাউড়া উপজেলার বন্যার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেভিনিউ ডেপুটি কালেক্টর( আরডিসি) সুজিত কুমার চন্দ জানান, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পর রাবেয়া বেগমকে মৃত ঘোষণা করা হয়।
(ঢাকাটাইমস/২১জুন/এজে)

মন্তব্য করুন