নিজেকে ‘অপদার্থ মা’ বললেন টলিউড নায়িকা স্বস্তিকা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৪, ১৯:০২
অ- অ+

ওপার বাংলার অন্যতম আবেদনময়ী নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। ঠোঁটকাটা হিসেবেও পরিচিত। স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলে দেওয়াই তার স্বভাব। কখনোই কোনো কিছু নিয়ে রাখঢাক করেন না। নানা সময় তার সাজ, স্টাইল, পোশাক, ইত্যাদির জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে। বাদ যায়নি ব্যক্তিগত সম্পর্কও।

সেই স্বস্তিকা এবার সমাজের কাছে পাল্টা প্রশ্ন রাখলেন, ভালো মা কাকে বলে? কী গুণ থাকে তাদের? একই সঙ্গে নিজেকে ‘অপদার্থ মা’ বলেও দাবি করলেন। কিন্তু কেন?

সামনেই মুক্তি পেতে চলেছে ‘বিজয়া’। এই ওয়েব সিরিজে একজন মায়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। যে তার সন্তানকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার লড়াই করছে। সেই প্রসঙ্গে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেকে ‘অপদার্থ মা’ বললেণ নায়িকা। একই সঙ্গে তার প্রশ্ন, ভালো মা কাদের বলে, কী গুণ থাকে তাদের?

সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আমি ২০০১ সাল থেকে রোজগার শুরু করেছি। আমার ইচ্ছা করলে আমি বড় বাড়ি কিনতে পারতাম, কিনিনি। বড় গাড়ি কিনতে পারতাম, কিনিনি। আমি কিন্তু সেটা সঞ্চয় করেছি। আমার যেন সেই সামর্থ্য থাকে, যাতে আমার মেয়ে যেমন ভাবে চায় তেমন ভাবে করাতে পারি। আমাকে যেন কারও কাছে হাত পাততে না হয়।’

নায়িকা বলেন, ‘আমার মেয়ে যে বিদেশে গিয়ে মাস্টার্স করেছে, আমি কিন্তু ব্যাংক থেকে লোন নিইনি। মা হিসেবে আমার নিজের প্রতি আস্থাটা এই জন্য থাকবে যে, আমার সন্তান যতদিন পড়াশোনা করতে চায় সেটার ব্যবস্থা করে রাখতে পেরেছি এবং রাখছি এবং রাখব। নাকি মা হিসেবে আমার কোমর অবধি চুল হওয়া উচিত, সেটা পারলাম না বলে ভাবব। আমি সিগারেট খেতে ভালোবাসি, আমি বন্ধু বান্ধবদের সঙ্গে মদ খেতে ভালোবাসি, আমি একেবারে অপদার্থ মা। আমি কোনটা বিশ্বাস করব?’

এরপর নিজের মুক্তি প্রতীক্ষিত সিরিজ ‘বিজয়া’ নিয়েও কথা বলেন স্বস্তিকা। আগামী ৫ জুলাই থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি। এক মায়ের গল্প দেখা যাবে সেখানে। ক্যাম্পাসে ছাত্র মৃত্যুর ঘটনাও ধরা পড়বে এখানে। সিরিজটির পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।

(ঢাকাটাইমস/৩০জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা