এবার স্ট্রোক করে হাসপাতালে নৃত্য পরিচালক আজিজ রেজা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৪, ১৭:২৪
অ- অ+

বাংলা শোবিজ অঙ্গণে আরও এক দুঃসংবাদ। স্ট্রোক করে বা হৃদরোগে আক্রান্ত হয়ে এবার হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় নৃত্য পরিচালক আজিজ রেজা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢালিউডের আরেক নৃত্য পরিচালক ইউসুফ খান। তিনি বলেন, ‘সকালে আজিজ ভাইকে ফোন করে পাচ্ছিলাম না। পরে বাসায় ফোন করে জানতে পারি, তিনি বেলা সাড়ে ১১টার দিকে স্ট্রোক করে উত্তরার কামার পাড়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।’

ইউসুফ আরও জানান, ‘আজিজ ভাই সুস্থ ছিলেন। নাচের ক্লাসে গিয়ে হঠাৎ করেই পড়ে যান। তারপর হাসপাতালে নেওয়া হয়। সবাই আজিজ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন।’

সদ্যই আজিজ রেজা বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন। নতুন দায়িত্ব নেওয়ার আগেই তিনি হাসপাতালে ভর্তি হলেন।

আজিজ রেজা এখন পর্যন্ত ১ হাজার ৯৬টি গানের কোরিওগ্রাফি করেছেন। টালিউডেও তিনি কাজ করেছেন। নৃত্যে বিশেষ অবদান রাখায় জাতীয় পুরস্কার লাভ করেন এই নৃত্য পরিচালক।

এর আগে রবিবার রাতে স্ট্রোক করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন অভিনেতা মুকুল সিরাজ। এখনো তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন। বর্তমানে তার অবস্থা ভালো বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/০২জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা