মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নারী যাত্রীসহ নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অনিতা পরিবহনের একটি বাস ভোরে মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছালে পল্লীবিদ্যুতের খুঁটিবোঝাই থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লীবিদ্যুতের খুঁটি বাসের ভেতরে ঢুকে যায়। এতে দুজন নিহত হন। এ ঘটনায় আরও দুই যাত্রী সামান্য আহত হয় বলে পুলিশ জানিয়েছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/০৩জুলাই/এসএ)

মন্তব্য করুন