ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৪, ২২:৪৭| আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২৩:৪৩
অ- অ+

রাজধানীতে ঢাকা কমার্স কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জুবায়ের নামের ওই শিক্ষার্থী ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র। শনিবার সন্ধ্যায় কমার্স কলেজের পাশেই লাল বিল্ডিং এলাকায় এই ঘটনা ঘটে।

ঢাকা টাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান।

ওসি বলেন, ‘ঢাকা কমার্স কলেজের পাশের একটি ভবনে এ ঘটনা ঘটেছে। পূর্বের শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে আছি, এই বিষয় কাজ করছি।’

কী কারণে হত্যা জানতে চাইলে ওসি বলেন, আমরা এখনো কারণ সম্পর্কে জানি না। অভিযুক্ত শিক্ষার্থী রাজিন চৌধুরী পলাতক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

নিহত রাজিন চৌধুরীর বাবার নাম ইকবাল চৌধুরী। তিনি পেশায় একজন আইনজীবী। রাজিনের মা ঢাকার বাইরের একটি কলেজের শিক্ষিকা।

সহপাঠীর হাতে জুবায়েরের হত্যার বিষয়ে জানতে চাইলে হত্যার ঘটনা জানলেও কারণ জানেন না বলে জানিয়েছেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ আবু মাসুদ। তিনি বলেন, ঘটনা জানার পরে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষকদের পাঠানো হয়েছে। তবে তারাও হত্যার কারণ সম্পর্কে জানতে পারেননি।

শাহ‌আলী থানা পুলিশের একটি সূত্র জানায়, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬জুলাই/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে ভারতের হামলায় নিহতের সংখ্যা কত? যা জানালো সেনাবাহিনী
ভারতীয় সেনারা সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে পালালো
কুবির বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
ভারত-পাকিস্তান যুদ্ধে দাম কমে গেল ভারতীয় রুপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা