কোটা পদ্ধতি যৌক্তিকীকরণের লক্ষ্যে কমিশন গঠনের দাবি জাসদের

কোটা পদ্ধতি যৌক্তিকীকরণ করার লক্ষ্যে একটি কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো জাসদের বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার হাইকোর্টের সুস্পষ্ট রায়ের পর আর গড়িমসি ও কালবিলম্ব না করে কোটা পদ্ধতি সংস্কার করে কোটা পদ্ধতি যৌক্তিকীকরণ করার লক্ষ্যে একটি কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।’
দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, তারা একইসাথে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষ, ঘরবাড়ি, হল—হোস্টেলে ফিরে যাওয়া ও ধৈর্য্য ধরে কমিশনের রিপোর্ট প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার আহবান।
(ঢাকাটাইমস/১৩জুলাই/ইএস)

মন্তব্য করুন