সভাপতিকে বলব আমার সঙ্গে আরও ১৫ বছরের চুক্তি করতে: স্কালোনি

২০১৮ সালে প্রধান কোচ হওয়ার পর থেকে আর্জেন্টিনাকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন লিওনেল স্কালোনি। কিছুদিন আগে অবধি ছিল নানা গুঞ্জন। আর্জেন্টিনার হেড কোচ হিসেবে আর থাকছেন না লিওনেল স্কালোনি, ছড়িয়ে পড়েছিল এমন খবর। আলবিসেলেস্তাদের সবকিছু জেতানো এই কোচ পরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এখন তার হাত ধরে আরও একটি শিরোপা জিতলো আর্জেন্টিনা।
আজ মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা টানা দ্বিতীয়বার জিতলো আর্জেন্টিনা। এর মাধ্যমে একটি চক্রও পূরণ হয়েছে। স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ও মাঝে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে তারা। কোপা জিতে আজ (সোমবার) নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে কথা বললেন স্কালোনি।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল যে উত্তাপ ছড়াবে সেটি আগেই আঁচ করা গিয়েছিল। সেই উত্তাপ-রোমাঞ্চ থেকে উত্তেজনায় পরিণত হয় কলম্বিয়ার উগ্র সমর্থকদের আচরণে। বিনা টিকিটে স্টেডিয়ামে প্রবেশ করতে তুলকালাম বাধিয়ে ভেঙে দেয় নিরাপত্তা ব্যবস্থা, এরপর দুই দলের সমর্থকদের ছুটোছুটি, উগ্রপন্থীদের ওপর নিরাপত্তাকর্মীদের চড়াও হওয়া মিলিয়ে ম্যাচ শুরু হয় প্রায় দেড় ঘণ্টা পর। এরপর দু’দলের রোমাঞ্চকর লড়াই শেষে ৯০ মিনিটেও থাকে গোলশূন্য। সেই ডেডলক ভেঙেছে ম্যাচের ১১২তম মিনিটে। আসরের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনার ১-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়।
এমন জয়ের পর সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন আলবিসেলেস্তে কোচ স্কালোনি। একপর্যায়ে আর্জেন্টিনার কোচ হিসেবে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘গত বছর আমার কঠিন সময় গেছে, ভালো অবস্থায় ছিলাম না। আমি এই কথা বলার কারণ, কয়েকমাস যাবৎ (আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি ও বেতন নিয়ে) অচলাবস্থা ছিল। যখনই আমার কাছে সমস্যা মনে হয়েছে, আমি জানিয়েছি। তবে এখন ভালো আছি, সেসব (চুক্তিকেন্দ্রিক জটিলতা) পেরিয়ে এসে আশা করছি এই পথচলা অব্যাহত থাকবে।’
গত বছরের নভেম্বরে মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে সুপার ক্লাসিকোতে জয়ের পরই আর্জেন্টাইনদের দুঃসংবাদ দেন স্কালোনি। জানিয়ে দেন আলবিসেলেস্তেদের হয়ে ইতিহাস গড়া এই কোচ দায়িত্ব ছাড়বেন। তখন আর্জেন্টাইন গণমাধ্যম খবর দিয়েছিল, দেশটির ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে এই মাস্টার মাইন্ডের। সে কারণে তিনি নাকি কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানেও থাকছেন না। যদিও পরে তিনি ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি সভাপতির সঙ্গে মিটমাট করে ফেলেন। তবুও বলা হচ্ছিল, অন্তত এই কোপা আমেরিকা পর্যন্ত তিনি লিওনেল মেসিদের ডাগআউটে থাকবেন।
তাই তো কোপা শেষেই ফের তাকে কোচিংয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আর্জেন্টিনা দলের সঙ্গে আরও দুই বছরের চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে স্কালোনি বলছেন, ‘জাতীয় দলে এখন অনেক এনার্জি দরকার, সত্যিকার অর্থে আমি এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমার সঙ্গে আরও দুই বছরের চুক্তি আছে।’ এরপরই মজার ছলে বলেন, ‘প্রেসিডেন্টকে (তাপিয়া) বলব যে আমার সঙ্গে যেন আরও ১৫ বছরের চুক্তি করেন। তারপর আমি সেটি সম্পন্ন করব।’
তিনি আরও বলেন, ‘যদি আপনি জেতেন, তাহলে সবকিছু একভাবে চলে। যখন জিতবেন না, তখন চলবে অন্যভাবে। আমরা এভাবেই দেখি ব্যাপারটাকে। কোনো একটা পর্যায়ে, এটা ভাঙবেই। সৌন্দর্য হচ্ছে উঠে দাঁড়িয়ে পুনরায় চলতে পারা। যদি কখনও আমরা হারি, তাহলে আবার সবকিছু সাজানোটাই হবে সুন্দর।’
এবারের ফাইনালের আগে মাঠের বাইরে তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। ম্যাচও শুরু হয়েছিল এক ঘণ্টা বিশ মিনিট পর। ড্রেসিংরুম থেকে বেরিয়ে অনেক ফুটবলারকে পরিবারকে মাঠে আনতে হয়েছে। এ নিয়েও ম্যাচশেষে কথা বলেছেন স্কালোনি।
তিনি বলেন, ‘এটা আসলে ব্যাখ্যা করাও বোঝা মুশকিল। এক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। ওরকমভাবেই খেলতে হয়েছে, জানতাম না পরিবার কোথায় আছে। ছড়িয়ে পড়া ভিডিওগুলো দেখেছি, বুঝতে পারছিলাম না কী হচ্ছে। আমার মনে হয়, কলম্বিয়ার ছেলেদের অবস্থাও একই রকম ছিল। খুবই অদ্ভূত।’
(ঢাকাটাইমস/১৫ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন