বেড়িবাঁধে ইউল্যাব শিক্ষার্থীদের ওপর হামলা

রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাব শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।বুধবার দুপুরে স্থানীয় সরকার দলের নেতা-কর্মী ও ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এই সংবাদ লেখা পর্যন্ত বেড়িবাঁধ সড়কে যানচলাচলে কিছুটা ধীরগতি রয়েছে।
জানা গেছে, বেলা ১২টার দিকে বেড়িবাঁধে ইউল্যাব শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে পুলিশি হামলা ও নিহতের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। এসময় ওই সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে শিক্ষার্থীদের ওপর হামলা করে সরকার দলীয় স্থানীয় নেতাকর্মীরা। এতে ছাত্রলীগ ছাড়াও শ্রমিক লীগের নেতাদের দেখা গেছে। একইসময় ওই সড়কের বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলে তাদের ওপরও হামলা চানানো হয়।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএস/এমআর)

মন্তব্য করুন