এবি পার্টির সদস্যসচিব মঞ্জুর বাসায় পুলিশি তল্লাশির নিন্দা

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ২৩:১০
অ- অ+

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর বাসায় বুধবার গভীর রাতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ তল্লাশির তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম।

বৃহস্পতিবার দলটির নেতারা গভীর উদ্বেগ ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৯ জুলাই প্রেসক্লাবের সামনে এবি পার্টি গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা করে গুলি চালায়। এতে জনাব মঞ্জুসহ জাতীয় নেতৃবৃন্দের অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। যে মুহুর্তে নেতৃবৃন্দ শারীরীক যন্ত্রনা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সে মুহুর্তে বিভিন্ন হাসপাতাল তাদের বাসা বাড়ীতে পুলিশের নির্লজ্জ হয়রাণী তল্লাশি সম্পূর্ণ বেআইনী চরম মানবাধিকার লংঘন।

নেতারা বলেন, গত কয়েকদিন ধরে পুলিশ অন্যায়ভাবে বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দকে হয়রানি করার মানসে তাদের বাসা বাড়িতে হানা দিচ্ছে এবং গ্রেপ্তার করছে। শুধু শীর্ষ নেতৃবৃন্দই নয় বিরোধী দল দমনে সরকার দেশব্যাপী গণগ্রেপ্তার রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। গতকাল (বুধবার) রাত সাড়ে ১০টায় এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর ধানমন্ডিস্থ বাসভবনে পুলিশ ডিবির যৌথ দল তল্লাশির নামে তার পরিবার সন্তানদের হয়রানি করে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন— একথা বলার পরও তারা ঘরের আসবাবপত্র উলট পালট করে তল্লাশি চালায় এবং ত্রাস সৃষ্টি করে।

এবি পার্টির নেতারা ধরনের বেআইনি তল্লাশি মানবাধিকারবিরোধী কাজ থেকে সরকার পুলিশ বাহিনীকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকার একদিকে দেশে শান্তি স্থিতিশীলতার মিথ্যা বুলি আওড়াচ্ছে অন্যদিকে নিয়মতান্ত্রিক রাজনীতির পথ রুদ্ধ করতে রাজনৈতিক নেতাদের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে। অবিলম্বে তারা এসব বন্ধ করার দাবি জানান।

(ঢাকাটাইমস/২৫জুলাই/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দূষিত বায়ুর শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা, বায়ুমান ‘বিপজ্জনক’
লা লিগা: সেভিয়াকে উড়িয়ে দিল ১০ জনের বার্সেলোনা
মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ
যুক্তরাজ্যে টিউলিপের অবৈধ অর্থ জব্দে কাজ করছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা