মেসিকে ছাড়াই লিগস কাপে শুভসূচনা ইন্টার মায়ামির

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৪, ১৩:০৭| আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৩:৪২
অ- অ+

মেসির হাত ধরে বদলে যেতে থাকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। মেসির জাদুতে ইতিহাসে প্রথম শিরোপা ‌‘লিগস কাপ’ জিতেছিল ইন্টার মায়ামি। এরপর কেটে গেছে বছরখানেক সময়। নতুন করে আর শিরোপার দেখা পায়নি দলটি। তবে চোটের কারণে মেসি দলে না থাকলেও লিগস কাপের শুরুটা দারুণ করেছে তার ক্লাব।

রবিবার (২৮ জুলাই) সকালে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে পিউবলার বিপক্ষে ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি। এই জয়ে মায়ামির হয়ে গোল দুটি করেছেন মাতিয়াস রোহা ও লুইস সুয়ারেজ। কোপা আমেরিকার ফাইনালে চোটের কারণে আপাতত বিশ্রামে আছেন এলএমটেন। মেসি কবে নাগাদ মাঠে ফিরবেন সেটাও অনিশ্চিত। অবশ্য মাঠে না থাকলেও এদিন গ্যালারিতে বসেই সতীর্থদের খেলা উপভোগ করেছেন মেসি, দিয়েছেন উৎসাহ।

ম্যাচের নবম মিনিটে রবার্ট টেলরের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন রোহা। ম্যাচের ১৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিল মায়ামি। যদিও ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা হাতছাড়া হয়। বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণ না হওয়ায় এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।

কেবলমাত্র প্রান্ত বদল হওয়া ছাড়া তেমন কিছুর পরিবর্তন হয়নি দ্বিতীয়ার্ধে। এসময় শুরু থেকেই পিউবলাকে চাপে রাখে মায়ামি। একের পর এক আক্রমণে পিউবলার রক্ষণকে ব্যস্ত রাখলেও কিছুতেই ব্যবধান বাড়াতে পারছিল না মার্টিনো শিষ্যরা। ম্যাচের ৭২তম মিনিটে গিয়ে সেই আক্ষেপ শেষ হয় মায়ামির। গোল করে ব্যবধান ২-০ করেন তারকা ফুটবলার সুয়ারেজ।

উল্লেখ্য, বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি। আগামী ৪ আগস্ট মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে মাঠে নামবে তারা।

(ঢাকাটাইমস/২৮ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা