আজ প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে লড়বেন রবিউল

পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। পদক জয়ের জন্য নিজেদের সেরাটা দিয়ে লড়ছেন অ্যাথলেটরা। এবারের আসরে আর্চারি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের প্যারিস অলিম্পিক মিশন। রবিবার (২৮ জুলাই) লড়তে দেখা যাবে রবিউল ইসলামকে।
দুপুর সোয়া তিনটায় পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ের বাছাইপর্বে লড়বেন রবিউল। এতে সফল হলে লড়তে পারবেন পদকের জন্য। এই ইভেন্টে যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, চীনসহ অলিম্পিকের সফলতম দেশগুলোর প্রতিনিধি রয়েছে।
রবিউলকে নিয়ে ভালো কিছু আশা করছে ফেডারেশন। মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু বলেছেন, ‘আমরা আশা করছি যাতে ও ফাইনাল খেলে। প্রস্ততি ভালোই হয়েছে। গত ৩-৪ দিন প্র্যাক্টিস করেছে। ভালো করছে। এখন দেখা যাক, আজকে তো ওদের খেলা। যদি ওর ম্যাচ টেম্পারমেন্ট ঠিক থাকে, তাহলে ভালো করবে।’
আর্চারির রিকার্ভ সিংগেলসের ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে বাংলাদেশের সাগর ৬৪ জনের মধ্যে হয়েছেন ৪৫তম। ৬৫২ স্কোর করেছেন তিনি। ৩১ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৪টায় এলিমিনেশন রাউন্ডে লড়বেন এ আর্চার।
(ঢাকাটাইমস/২৮ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন