৫৬ ম্যাচ কম খেলেই বিরাট কোহলির রেকর্ড ছুঁয়ে ফেললেন সূর্য

বিশ্বকাপজয়ী ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। অধিনায়ক হয়ে প্রথম অ্যাসাইনমেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে যান তিনি। সেখানে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৬ বলে ৫৮ রান করে হয়েছেন ম্যাচসেরা। আর এর মধ্যদিয়ে বিরাট কোহলির গড়া এক রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
ভারত দলে নতুন করে নিজের জাত চেনাচ্ছেন সূর্যকুমার যাদব। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৬ বার ম্যাচসেরা হয়েছেন তিনি। যা এই সংস্করণের ক্রিকেটে যৌথ সর্বোচ্চ। তারই সতীর্থ বিরাট কোহলিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬ বার ম্যাচ সেরা হয়েছেন। তবে কোহলি খেলেছেন ১২৫ ম্যাচ।
অন্যদিকে সূর্যকুমার যাদব এই রেকর্ডে ভাগ বসিয়েছেন মাত্র ৬৯ ম্যাচ খেলে, অর্থাৎ বিরাট কোহলির চেয়ে ৫৬ ম্যাচ কম খেলে। এই ফরম্যাটে বিরাট কোহলি অবসর নিয়েছেন। বলা যায় সর্বোচ্চ ম্যাচসেরার রেকর্ডটা এককভাবে নিজের নামে লেখাতে খুব বেশিদিন লাগবে না সূর্যর।
ম্যাচসেরার হওয়ার দৌড়ে কোহলি ও সূর্যকুমারের পর ১৫ টি পুরষ্কার নিয়ে দুই নম্বরে আছেন সিকান্দার রাজা। এ তালিকার সেরা দশজনের তিনজনই ভারতের।
মালয়েশিয়ার ভিরানদীপ সিং, আফগানিস্তানের মোহাম্মদ নবি এবং রোহিত শর্মা এ পুরষ্কারের স্বাদ পেয়েছেন ১৪ বার করে। এছাড়া পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও বাংলাদেশের সাকিব আল হাসান পেয়েছেন ১২ বার করে।
শনিবার (২৭ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন সূর্য। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়ের মারে। সূর্যকুমারের টর্নেডো ইনিংসে ভর করে ২০ ওভারে ২১৩ রান তোলার পর ভারত ৪৩ রানে জিতে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে যায়।
(ঢাকাটাইমস/২৮ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন