বিক্ষোভে গুলি না করতে রিট: বিচারপতি অসুস্থ হওয়ায় আদেশ হচ্ছে না আজ
বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ হচ্ছে না। বেঞ্চের একজন বিচারপতি অসুস্থ হওয়ায় আদেশ দেওয়া হবে না আজ।
এই রিটে কোটা আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবির হেফাজত থেকে পরিবারের কাছে ফেরত পাঠানোর নির্দেশনাও চাওয়া হয়েছিল। দুটো বিষয়েরই শুনানি শেষ হয়েছে মঙ্গলবার। ওইদিন রিটের আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।
জানা গেছে, বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন, যে কারণে আজ আদেশ হচ্ছে না।
আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে এবং ৬ সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে রিটে।
উল্লেখ্য, রবিবার রাতে মিন্টো রোডে ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের কাছ থেকে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আসে। সমন্বয়কদের নামে একটি যৌথ লিখিত বিবৃতি গণমাধ্যমে আসে, ওখানে ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের, সারজিস আলম, নুসরাত তাবাসসুমের স্বাক্ষর দেখা গেছে।
এছাড়া রাতে প্রচারিত একটি ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। ওই ভিডিও বার্তায় লিখিত বক্তব্য পাঠ করেন ডিবি কার্যালয়ে থাকা সমন্বয়ক নাহিদ ইসলাম।
তবে বিবৃতি জোর করে আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সমন্বয়কদের পক্ষ থেকে। এরপর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এরই ধারাবাহিকতায় আজ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি রয়েছে। মঙ্গলবার অনলাইনে বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে এই কর্মসূচির কথা জানানো হয়।
(ঢাকাটাইমস/৩১জুলাই/এফএ)