খুলনা সার্কিট হাউজে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি প্রত্যাখ্যান খুবি শিক্ষার্থীদের 

খুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৪, ১৪:০০
অ- অ+

খুলনা সার্কিট হাউজে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কিছু শিক্ষার্থীর বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারসংক্রান্ত বিবৃতিকে প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, 'চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো নির্দিষ্ট সমন্বয়ক ছিল না। খুলনার সার্কিট হাউজে খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে দিয়ে জোরপূর্বক যে প্রেস ব্রিফিং করানো হয়েছে, তা নোংরা রাজনীতির অংশ ছাড়া কিছুই নয়। এমতাবস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এই বিবৃতি প্রত্যাখ্যান করছি।'

শিক্ষার্থীরা বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকে কোনো সমন্বয়ক ছিলেন না। আমরা কোনোমতেই শহীদদের রক্তের সাথে আপস করছি না। আমাদের দাবি আদায় না হওয়া অবধি আন্দোলন চলবে। এ বিষয়ে আমরা স্পষ্ট লিখিত বিজ্ঞপ্তি দিয়েছি।’

এর আগে মঙ্গলবার রাতে জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সার্কিট হাউজের বৈঠকের পর থেকে ‘প্রত্যাহার’ ঘোষণাকারী শিক্ষার্থীদের সবার মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে ভারতের হামলায় নিহতের সংখ্যা কত? যা জানালো সেনাবাহিনী
ভারতীয় সেনারা সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে পালালো
কুবির বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
ভারত-পাকিস্তান যুদ্ধে দাম কমে গেল ভারতীয় রুপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা