রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৬:৫৮| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৭:১৯
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনে রাজধানীর ধানমন্ডিতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবদুল্লাহ সিদ্দিক (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক মানুষ, তাদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ।

রবিবার দুপুরে ধানমন্ডির জিগাতলা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ সিদ্দিক। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিদ্দিক ঢাকার হাবীবুল্লাহ্‌ বাহার কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা যাচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে ঢামেক হাসপাতালে আরও শতাধিক মানুষ আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তাদের অনেকেই গুলিবিদ্ধ অবস্থায় এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে বিকাল চারটা পর্যন্ত সারাদেশে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১, মুন্সীগঞ্জে ৪, পাবনায় ৩, রংপুরে ৩, মাগুরায় ৩, কিশোরগঞ্জে ৩, বগুড়ায় ২, কুমিল্লায় ২, সিলেটে ১, ভোলায় ১, জয়পুরহাটে ১, বরিশালে ১ ও ফেনীতে ৫ জন নিহত হয়েছেন।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে: আমিনুল হক
চাঁদপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত
আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা